সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ভারতে দ্রুতগতিতে ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বেশিরভাগ গ্রাহক স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখেন। কোন ডিভাইস থেকে সব থেকে ভালো ভিডিও দেখা যায় তার একটি তালিকা প্রকাশ করে ইউটিউব। ইউটিউবের মতে এই ২০টি টি ডিভাইসে সব থেকে ভালো ইউটিউব ভিডিও দেখা যায়।
ইউটিউবে ভিডিও দেখার জন্য সেরা ১০টি স্মার্টফোন
১। হুয়াওয়েই পি৩০ প্রো – হুয়াওয়েই পি৩০ প্রো ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২৩৪০ পিক্সেলস।
২। এলজি ভি৪০ থিংক – এলজি ভি৪০ থিংক ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*৩১২০ পিক্সেলস।
৩। হনর ভিউ ২০ – ২০১৯ সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল হনর ভিউ ২০। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২৩১০ পিক্সেলস।
৪। এলজি ভি৩০ – এলজি ভি৩০ ফোনে রয়েছে ৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৮৮০ পিক্সেলস।
৫। ওয়ানপ্লাস ৬ – ওয়ানপ্লাস ৬ ফোনে রয়েছে ৬.২৮ ইঞ্চি অপ্টিক এমোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২২৮০ পিক্সেলস।
৬। নকিয়া ৮ – নকিয়া ৮ তে রয়েছে ৫.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৫৬০ পিক্সেলস।
৭। গুগল পিক্সেল ৩ এক্সএল – গুগল পিক্সেল ৩ এক্সএল ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৯১০ পিক্সেলস।
৮। স্যামসাং গ্যালাক্সি নোট ৯ – স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ফোনে থাকছে ৬.৪ ইঞ্চি Super এমোলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*২৯১০ পিক্সেলস।
৯। গুগল পিক্সেল ৩ – গুগল পিক্সেল ৩ তে রয়েছে ৫.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১০৮০*২১৬৯ পিক্সেলস।
১০। হুয়াওয়েই মেট ২০ প্রো – হুয়াওয়েই মেট ২০ প্রো তে থাকছে একটি ৬.৪ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*৩১২০ পিক্সেলস।
laxy Note 8 – Samsung Galaxy Note 8 ফোনে থাকছে একটি ৬.৩ ইঞ্চি Super এমোলেড ডিসপ্লে।