কাপড় ধোয়ার আবার নিয়ম কী? এতে কি কোনো ধরনের ভুল হতে পারে? এ ধরনের প্রশ্ন আপনার মনে আসতেই পারে। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা মনে করেন আমি তো অনেক বছর ধরেই কাপড় ধুচ্ছি। আমি জানি কাপড় কীভাবে ধুতে হয়। কিন্তু আপনার অজান্তেই কাপড় ধোয়ার সময় কাপড়ের সুতা নষ্ট হয়ে যাচ্ছে, পরতেও সমস্যা হচ্ছে। কিছু সাধারণ নিয়ম জানলে আপনি খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারবেন।
ব্লক, বাটিক ও দেশী কাপড়ের যত্ন নেবার কিছু প্রয়োজনীয় টিপস :
* প্রথমবার ধোয়ার আগে একটি বালতিতে লবণ পানি গুলিয়ে, এতে কাপড় ১০ মিনিট ভিজিয়ে রেখে উঠাবেন।
* কখনোই কাপড় অতিরিক্ত চিপে পানি ঝরাবেন না। এটা যেকোন কাপড়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
* স্ত্রীন প্রিন্ট, ব্লকের ড্রেস বা শাড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, তবে ব্লকের কাপড় ধোয়ার আগে কড়া রোদে উল্টা করে শুকিয়ে নেবেন।
* প্রথমবার ধোয়ার আগে শুকিয়ে উল্টো পিঠে ভালভাবে আয়রণ করে নিলে আরো ভালো হয়। ব্যবহার এর পূর্বে যতবার উল্টো পিঠে আয়রন সম্ভব করুন, এতে রং পাকা হবে।
* রোদে শুকাতে দেয়ার আগে অবশ্যই কাপড় উল্টে শুকাতে দিবেন। তা সে সুতি কাপড়ই হোক, সিল্কের শাড়ি, শার্ট/প্যান্ট/বা টিশার্ট। এতে কাপড় নতুনের মত থাকে এবং কাপড়ের design fade হয় না। রোদে ঝলসে রঙ হালকা হয়ে গেলে নতুন জামাও পুরানো দেখায়।
* যে কোন কাপড়, তা যে ম্যাটেরিয়ালেরই হোক, ঘন্টাখানেক পানিতে চুবিয়ে রাখবেন না, বা হার্শ detergent ব্যবহার করবেন না।
* একটু যত্নে ব্যবহার করলেই দেশী কাপড় দীর্ঘদিন পরতে পারবেন, নতুনের মতোই থাকবে।
লেখক
ইশরাত জাহান রিপা
স্বত্বাধিকারী: ‘ফ্যাশন বাই রিপা’