ভিন্নভাবে জামদানি শাড়ীর প্রচারের আয়োজন করেন অনলাইনে জামদানি বিক্রেতা প্রতিষ্ঠান কাকলী এটিয়্যার’স।
গতকাল (১৮ ডিসেম্বর) শুক্রবার মোহাম্মদপুর ক্লাবমিক্স রেস্টুরেন্টে কাকলী এটিয়্যার’সের দিনব্যাপী কাস্টমার মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ এবং এতে ঢাকা ও ঢাকার বাহির থেকে আগত প্রায় ৭০ জন কাস্টমার।
উপস্থিত ক্রেতারা বলেন, আগে জামদানি শাড়ীর দাম ও যত্ন নিয়ে ভুল ধারণা থাকলেও কাকলী এটিয়্যার’সের স্বত্বাধিকারী কাকলী আপুর কল্যাণে আমাদের ভুল ভেঙেছে। জামদানি শাড়ীর যত্ন থেকে শুরু করে পরিষ্কার ও ব্যবহার সহ সকল কলাকৌশল জানতে পেরেছি কাকলী আপু থেকে। তাই আমাদের কালেকশানে কাকলী এটিয়্যার’সের জামদানি শাড়ি ও পোশাক রয়েছে। উপস্থিত ক্রেতারা জামদানি শাড়ি পরে আসেন।
অনুষ্ঠানে বিয়ের সাজে ‘জামদানি বউ’ রাখা হয়। ক্রেতারা জামদানি বউয়ের সাথে ছবি তুলে নিজ নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। অনুষ্ঠানে সেরা ৫ জন জামদানি ক্রেতাকে ক্রেস্ট দিয়ে সম্মাননাজানানো হয় ।