আমরা প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করি তাই না? অনেকে অনেক সময় অনেক গেম খেলেছি। এই লেখায় আলোচনা করব এমনই এক গেমের যা বানানোর কারণে এর নির্মাতাকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল। আপনারা হয়ত ভাবছেন এটা ব্লু হোয়েল গেম হতে পারে কিন্তু না। এটা অতি সাধারন একটা গেম যা প্রায় সবাই দেখেছি। এই গেমের নাম হলো ফ্ল্যাপি বার্ড গেম। এই গেমে উপরে ও নিচে অনেকগুলো পিলার বা পাইপ থাকবে আর এর মধ্যে দিয়ে আপনাকে আপনার পাখি নিয়ে যেতে হবে।
এই গেমটি বানানো হয়েছিল ২০১৩ সালের ২৪ মে তারিখে। এই গেমটি বানাতে মাত্র ১ সপ্তাহর মত লেগেছিল আর এই গেমের নির্মাতা ডং নিগুয়েন বানিয়েছিলেন শুধু শখের বশে। এই গেমটি বানানো হয় মানুষের ধৈর্যের পরিক্ষা নেওয়ার জন্য। আর যারা এই গেমটি খেলেছেন তারা বেশ ভাল করেই জানেন এই গেম আপনার ধৈর্যের চরম পরিক্ষা নেবে। আর এই ছিল তাকে মৃত্যুর হুমকি দেওয়ার পেছনের কারণ। আর এই কারণেই ২০১৪ সালের ফেব্রুয়ারি ১০ তারিখে সেই নির্মাতা এই গেম গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এই গেম সরিয়ে নেয়। তবে এই গেমে যে নির্মাতার কোন লাভ হয় নি তা না। এই গেমের মাধ্যমে তিনি দৈনিক প্রায় ৫০ হাজার ডলার আয় করছিলেন। কিন্তু এই সুখ বেশিদিন যায় নি। ১ বছর না হতেই এই গেম বন্ধ করে দেওয়া হয়।