আমরা যারা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের অনেকেরই একটি বদঅভ্যাস আছে, সেটি হল চার্জে লাগিয়ে ব্যাবহার করা। কিন্তু আমরা কখনো চিন্তা করিনা কিভাবে এই ল্যাপটপটির ব্যাটারী ব্যাকআপ বাড়ানো যায়। ভাবুন যদি টানা ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকে, কেমন হবে।
জরুরি কোন কারনে তো এমন হতে ই পারে। এজন্য দরকার ল্যাপটপ এর ব্যাটারি ব্যাকআপ টা ঠিক রাখা। যাতে আপনি বিদ্যুৎ ছাড়াই দীর্ঘক্ষন ব্যাবহার করতে পারেন। কিছু দিকে লক্ষন রেখে ল্যাপটপ ব্যাবহার করলে আপনি ভাল ব্যাকআপ পাবেন ল্যাপটপ এর ব্যাটারির। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
ব্রাইটনেশঃ ল্যাপটপের ব্রাইটনেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি অতিরিক্ত ব্রাইট ব্যাবহার না করে একটু কমিয়ে ব্যবহার করি তাহলে ব্যাটারী ব্যাকআপ বেশ ভালই দিবে।
অতিরিক্ত চিচার বন্ধ রাখাঃ আমরা যদি অতিরিক্ত ফিচার যেমনঃ ব্লুটুথ, ওয়াইফাই, , গ্রাফিক্স কার্ড অফ রাখি তাহলে তাহলে ব্যাকআপ ভাল দিবে।
অপ্রয়োজনীয় অ্যাপ্স বন্ধ রাখাঃ আমরা অযাচিত অ্যাপ্সগুলো বন্ধ রাখব যে গুলো ব্যবহার করছি না , তাহলে অনেকটাই ব্যকআপ ভাল দিবে।
হার্ড ডিস্কঃ আমরা অতিরিক্ত অ্যাপ্স ইন্সটল করে রাখব না, অতিরিক্ত অ্যাপ্স র্যাম দখল করে রাখে এবং সেই সাথে অনেক চার্জ টেনে নেয় । হার্ড ডিস্ক সবসময় ফাকা রাখার চেষ্টা করব তাহলে ব্যাকআপ ভাল দিবে ।
এই সব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমরা মেনে চলব , তাহলে অনেকটাই ব্যাটারী সেভ করে রাখতে পারব।