রেডমি সিরিজের নতুন ফোন আনছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। রেডমি নোট ৭ প্রো নামে ডিভাইসটি আগামী মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। এটি হবে রেডমি নোট ৭ ফোনের আপডেট সংস্করণ।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গিজমোচায়নায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ডিভাইসটির পেছনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেখানে থাকবে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর। ডিসপ্লেতে থাকবে ওয়াটারড্রপ নচ।
অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৭। নতুন প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭১০ এর চেয়ে শক্তিশালী। ডিভাইসটির মূল্য হতে পারে ১ হাজার ৪৯৯ ইউয়ান বা বাংলাদেশি টাকায় ১৮ হাজার টাকা। ডিভাইসটি সম্পর্কে আর বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, কয়েকদিন আগেই ৪৮ মেগাপিক্সেলের রেডমি নোট ৭ বাজারে আনে শাওমি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের ডিভাইসটি ৩, ৪ অথবা ৬ গিগাবাইট র্যামের সংস্করণে ছাড়া হয়েছে। ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এর দুটি সংস্করণ। রয়েছে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।