কয়েকদিন আগেই অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে পোস্টার প্রকাশের মাধ্যমে আসুস তাদের আরওজি ফোন ৪ এর টিজার প্রচারণা শুরু করে। তবে তাইওয়ানের কোম্পানিটি ফোনটি সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও জানা গেছে ফোনটির বিশেষ কয়েকটি ফিচার সম্পর্কে।
নির্ভরযোগ্য গোপন সংবাদ ফাঁসকারী ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, আরওজি ফোন ৪ এর ডুয়াল সেলের ৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে। সাথে থাকবে ৬০ কিংবা ৬৫ ওয়াটের চার্জিং সুবিধা।
আই০০৫ডিএ মডেলের ডিভাইসটিই আরওজি ফোন ৪ বলে বিশ্বাস করা হচ্ছে, যেটি সম্প্রতি চীনের থ্রিসি থেকে ৬৫ ওয়াট চার্জিং ও ফাইভজি কানেক্টিভিটি সার্টিফিকেশন পেয়েছে। গতমাসে গিকবেঞ্চে একই ডিভাইসের দেখা মেলে, যেটিতে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি এবং ৮ গিগাবাইট র্যাম রয়েছে।