স্মার্টফোন বাজারে বেশ কিছু মোবাইল ব্র্যান্ড আলাদা করে গেমিং সিরিজের মোবাইল বাজারে নিয়ে আসে। উদাহরন স্বরুপ বলা যায় লেনোভো লিজিয়ন,সাওমি ব্ল্যাক শার্ক আসুস রগ ইত্যাডি। এদের মধ্যে আসুস এর রগ অর্থাৎ রিপাবলিক অফ গেমারস সিরিজের মোবাইল গুলো বাজারে বেশ সারা ফেলে। এবার আসুস তাদের গেমিং লাইন আপ এ যোগ করেছে আসুস রগ ফোন ৫।এর আগে তারা রগ ফোন ৪ এবং ৩ বাজারে এনেছিল। সেগুল ছিল সে সময়ের সব থেকে ক্ষমতা সম্পন্ন মোবাইল। এর ধারাবাহিকতা বজার রাখতে তারা বাজারে এনেছে রগ ফোন ৫। মোবাইলটি দেশের বাজারে অফিসিয়ালি এখন আসে নাই।তো চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে আসুসের নতুন গেমিং ফোন এ।
বিল্ড কোয়ালিটি
মোবাইলটি তৈরি হয়েছে আলুমিনিয়াম ফ্রেমে। এর পিছনে এবং দেয়া হয়েছে গ্লাস যা মোবাইলটকে দিয়েছে গেমিং লুক।পেছনের গ্লাস কে সুরক্ষা দিবে কর্নিং গরিলা গ্লাস ৩ । মোবাইলটির ওজন ২৩৮গ্রাম।এর বডি ডাইমেনশন 172.8 x 77.3 x 10.3 মিলি মিটার। মোবাইলটিতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড। মোবাইলটির পিছনে আছে আরজিবি লাইট প্যানেল। যা আপনি চাইলে নিজের মত করে কাস্টোমাইজ করে নিতে পারবেন। এছাড়া গেমিং এক্সপিরিয়েন্স কে অন্য মাত্রার নিয়ে যেতে এতে দেয়া হয়েছে প্রেসার সেন্সেটিভ টাচ ট্রিগার্স।
ডিসপ্লে
এতে ব্যবহার করা হয়েছে৬.৭৮ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।এর রেজুলেশন ১০৮০*২৪০০পিক্সেলস। আস্পেক্ট রেশিও ২০:৯।ডিসপ্লেটির ব্রাইটনেস ৮০০নিটস। একে সুরক্ষা দিবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।। এতে রয়েছে ১বিলিয়ন কালার সাপোর্ট।
হার্ডওয়ার সেকশন
এই মোবাইলে আসুস ব্যবহার করেছে কোয়ালকম এর নতুন চিপসেট কোয়ালক্ম স্নাপড্রাগন ৮৮৮।এটি একটি ৫ ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর। এর সাথে জিপিউ হিসেবে দিয়েছে এড্রিনো ৬৬০। মোবাইলটি রান করবে এন্ড্রোয়েড ১১।।ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে আসুসের রগ ইউআই।
স্টোরেজ
আসুস রগ ৫ বাজারে পাওয়া যাবে ৩টী ভার্সনে। ৮জিবি র্যাম ১২৮জিবি রোম,১২জিবি র্যাম ২৫৬জিবি রোম এবং ১৬জিবি র্যাম ২৫৬ জিবি রম।এতে চা মাইক্রো এসডি কার্ড এর মাধম্যে স্টোরেজ বাড়ানোর কোন সুযোগ নেই।
ক্যামেরা
যেহুতু এটি একটি গেমিং ফোন তাই ক্যামেরা তে তারা তেমন মোনোযোগ দেয় নাই।এতে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হিসেবে আছে ৬৪ মেগাপিক্সলের মেইন সেন্সর।সাথে থাকছে ১৩মেগা পিক্সলের আলট্রা ওয়াইড ক্যামেরা ৫মেগা পিক্সলের ম্যাক্রো।ভিডিও করা যাবে ৪কে -৩০/৬০/১২০ এফপিএস,১০৮০পি-৩০/৬০/১২০/২৪০ এফপিএস।সামনে দেয়া হয়েছে ২৪মেগা পিক্সলের সেন্সর।
ব্যাটারিঃ
এতে থাকছে ৬০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।চার্জ করার জন্য সাথে আছে ৬৫ ওয়াট এর চার্জার।আসুস দাবি করসে মোবাইলটি ৫২মিনিটে সম্পুর্ন চার্জ হয়ে যাবে।
সাউন্ড সিস্টেম
এটি একটি গেমিং ফোন তাই গেমিং এক্সপিরিয়েন্স কে বাড়িয়ে দিতে এতে আলাদা করে আমপ্লিফায়ার দেয়া হয়েছে।
অন্যান্য ফিচারস
সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট।ডুয়েল ব্যান্ড জিপিএস ছাড়া আরো অনেক ফিচারস।
দাম এবং কালার
মোবাইলটি বাজারে পাওয়া যাবে প্যান্থম ব্ল্যাক এবং স্ট্রোম হোয়াইট।
বাংলাদেশের বাজারে মোবাইলটির বেস ভেরিয়েনটির দাম আনুমানিক ৬৫হাজার টাকা।