টিসিএল ২০ সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের বহুজাতিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল। বর্তমানে শুধু ইউরোপের বাজারে এ স্মার্টফোন উন্মুক্ত করা হয়েছে। এ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
টিসিএল ২০ আর ফাইভজি স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এটিকে অ্যান্ড্রয়েড ১২-তে পরিবর্তন করা যাবে। সেই সঙ্গে হ্যান্ডসেটে তিন বছর সিকিউরিটি আপডেট দেয়া হবে। এ স্মার্টফোনে ৬ দশমিক ৫২ ইঞ্চির এইচডি প্লাস ৭২০X১৬০০ পিক্সেলের আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। এতে টিসিএলের এনএক্সটিভিশন ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে মালি জি৫৭ এমসি২ দেয়া হয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে।
ক্যামেরার দিক থেকে টিসিএল ২০ আর ফাইভজি স্মার্টফোনে ত্রিপল সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। ফোনের সম্মুখে ওয়াটারড্রপ স্টাইল নচ সেলফি ক্যামেরা দেয়া হয়েছে।
স্মার্টফোনটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। তবে এতে ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়নি। সাড়ে ৩ ঘণ্টায় ফোনটি সম্পূর্ণ চার্জ দেয়া সম্ভব হবে বলে জানা গেছে। টিসিএল ২০ আর ফাইভজি স্মার্টফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এজিপিএস, গ্লোনাস ইউএসবি টাইপ সি ২.০ পোর্ট, ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। সেন্সরের দিক থেকে ফোনটিতে এক্সিলারোমিটার, প্রক্সিমিটি সেন্সর ও রিয়ারমাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে।
বাজারে কালো ও নীল—এ দুই রঙে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হতে পারে।