গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটির দাম সম্পর্কে স্যামসাংয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটির মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে তবে কোম্পানির তরফে ফোনটির দাম ও লভ্যতা নিয়ে লঞ্চের দিন কিছু জানানো হয়নি।
স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার ইনফিনিটি ও অ্যামোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ কাস্টম ওএস চালিত। স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও, ফোনটির রিটেল বক্সে চার্জার অন্তর্ভুক্ত থাকছে না।
ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। যেখানে OIS সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।