সারা পৃথিবীতে প্রায় ২৯ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমাদের বাংলাদেশে এই কথা বলে প্রায় ১৭ কোটি মানুষ৷ এছাড়া পার্শ্ববর্তী দেশে আরও বাংলা ভাষাভাষী রয়েছে।
সারা পৃথিবীর কোন না কোন প্রান্তে আপনারা বাংলা ভাষাভাষী পেয়ে যাবেন৷ অনেক বাংলাদেশী প্রবাসীও রয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে৷
একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত যে কয়টি ভাষা রয়েছে তার মতে বাংলার অবস্থান ষষ্ঠ মতান্তরে চতুর্থ৷
যাইহোক! বোঝাই যাচ্ছে পৃথিবীতে এতগুলো ভাষা থাকা শর্তেও বাংলা ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি।
১৯৫২ সালে সর্বপ্রথম ভাষার জন্য রক্ত দান করে বাঙালি জাতি৷
বাংলা ভাষার কি সুদীর্ঘ এবং এবং গৌরবমন্ডিত ইতিহাস তাইনা!
তা সত্বেও অনলাইন প্লাটফর্ম এ কতটুকু ব্যবহৃত হচ্ছে বাংলা ভাষা সেটা এবার দেখার পালা৷
একটা সময় ছিল যখন গুগলে কোন কিছু সম্পর্কে অনুসন্ধান করতে হলে স্বভাবতই আমাদের ইংরেজি ভাষার ওপর নির্ভরশীল থাকতে হতো। কিন্তু সেই নির্ভরশীলতা এখন কেটেছে। বাংলা ভাষায় এখন প্রায় সব ধরনের কনটেন্ট পাওয়া যায়৷ হোক সেটা ভিডিও কনটেন্ট অথবা কোন ব্লগ কনটেন্ট৷
সমাজে একদল তরুণ রয়েছে যাদের হাত ধরে বাংলা ভাষা জনপ্রিয়তা অর্জন করেছে অনলাইন প্লাটফর্মে৷ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাংলা ভাষায় ইউটিউব চ্যানেলের পাশাপাশি ব্লগ সাইট খোলা হচ্ছে। যার ফলে বাংলা ভাষার ব্যবহার এবং চর্চা প্রতিনিয়ত বেড়েই চলেছে৷
দেশের ইউটিউবার এবং ব্লগাররা প্রতিনিয়ত কাজ করছে বাংলা ভাষাকে আরো সুউচ্চ পর্যায় নিয়ে যাওয়ার জন্য৷
এদিকে আবার একদল লোক রয়েছে যারা বাংলা ভাষাকে খুবই বাজে ভাবে রিপ্রেজেন্ট করছে। অনলাইন প্লাটফর্মে অশ্লীলতা হচ্ছে তাদের কনটেন্ট এর মূল টপিক৷ প্রতিনিয়ত ইউটিউব প্লাটফর্মে এ ধরনের কনটেন্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে৷ যার ফলে শুধু পার্শ্ববর্তী দেশগুলোতেই নয় বরং সারা পৃথিবীতে এ ধরনের বাংলা কনটেন্ট প্রতিনিয়ত ও সমালোচিত হচ্ছে৷
অশ্লীলতা যে শুধু ভিডিও কনটেন্ট এ ছড়িয়েছে ব্যাপারটা তেমন নয়৷
তার পাশাপাশি অত্যাধিক বাজে ,কুরুচিপূর্ণ , অশ্লীল ব্লগ সাইট খোলা হচ্ছে প্রতিনিয়ত যেগুলো স্বভাবতই মানুষকে আকৃষ্ট করছে৷ অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট দিয়ে ।
তাহলে কি আমরা আদৌ এই ধরনের কনটেন্ট গুলো কে রোধ করতে পারবোনাম
কেন পারব না৷ এ ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ কনটেন্টগুলো আজ থাকবে, কাল থাকবে হয়তো পরশু দিন থাকবেনা৷ এবং ভাল কনটেন্ট পড়া, ভাল কনটেন্ট দেখার মানুষ চিরকাল থাকবে৷
আশাকরি অতি শীঘ্রই আমরা এ ধরনের বাজে কনটেন্টগুলো কে পরিহার করতে সক্ষম হব৷
পরিশেষে এটুকুই বলা যায়
বাংলা কনটেন্ট ক্রিয়েটর দের ভবিষ্যতের উজ্জ্বল৷ তবে সর্বপ্রথম আমাদের এই ধরনের অশ্লীল অশালীন কনটেন্টগুলো কে প্রতিহত করতে হবে৷ একমাত্র তবেই ভবিষ্যতে আরও অগ্রসর হতে পারবে বাংলা কনটেন্ট!