প্রযুক্তিপ্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ‘রেডমি নোট ৭’।
চীনা প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমির সদ্য বাজারে আসা ‘রেডমি নোট ৭’ ফোনটি বেশ সাড়াও ফেলেছে।
সব থেকে শক্তিশালী ফোনের তকমা নিজেদের করার চেষ্টাও করে প্রতিষ্ঠানটি। কিন্তু সামান্য হাতের চাপেই বেঁকে গেল ফোনটি।
সম্প্রতি ইন্ডিয়ার ইউটিউবার টেকনিক্যাল গুরুজি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি হাত দিয়ে সামান্য চাপ দিলে ফোনটি বেঁকে যায়।
‘রেডমি নোট ৭’ ফোনটি নিয়ে রেডমি সিইও লু ওয়েবিং বেশি কিছু ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করেন যেখানে দেখা যায় একটি ভিডিওতে সিঁড়ি থেকে রেডমি নোট ৭ ফোনটি ফেলে দেওয়া হচ্ছে তাও ফোনটিতে কিছু হচ্ছে না।
আবার এর পরের ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি রেডমি নোট ৭ এর সাথে টেপ দিয়ে চাকা লাগিয়ে স্কেটিং করছেন। পায়ের নীচে লাগিয়ে রেডমি নোট ৭ দিয়ে কিছুক্ষণ স্কেটিং করার পরেও ফোনে কোন ক্ষতি হয়নি। সর্বশেষ দেখা যায় ফোনটি দিয়ে ভাঙা হচ্ছে আখরোট।
এতকিছুর পর ফোনটির এই ধরনের ভিডিও আসার পর ফোনটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কমেন্টে অনেকেই।
গত মাসের মাঝামাঝিতে বিশেষ ছাড়ে অনলাইনে রেডমি নোট ৭ কেনার সুযোগ দেওয়া হয় চীনের ক্রেতাদেরকে। ৮ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হওয়া এই ফ্ল্যাশ সেলে বিক্রি হয় ১ লাখ ডিভাইস।
৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পেছনে আছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
প্রসেসরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০। ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ফোনটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম এবং ৪ ও ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম সংস্করণে বাজারে এসেছে।
ফোনটি ব্লু, ব্ল্যাক ও টোয়াইলাইট গোল্ড রঙে পাওয়া যাবে।ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি এতে মিলবে ফাইভজি সুবিধা।
রেডমিকে আলাদা সাব ব্র্যান্ড হিসেবে ঘোষণা করার পর রেডমির প্রথম ফোন হিসেবে বাজারে এসেছে রেডমি নোট ৭।