বাংলাদেশে নারীদের মধ্যে পরিলক্ষিত ক্যান্সারের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উপলক্ষে রবিবার (৪ ফেব্রুয়ারি) ‘ক্যান্সার ওয়াক-২০২৪’ শীষর্ক র্যালি কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক।
দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে নারী ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছে সূর্যের হাসি নেটওয়ার্ক। বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের আটটি বিভাগীয় শহরে র্যালি আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সূর্যের হাসি ক্লিনিকের কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একযোগে সফলভাবে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। আয়োজনটির কো-স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আয়োজনকে অনুপ্রাণিত করেছে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট।
ভৌগোলিক সীমা ছাড়িয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার তাগিদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটি র্যালি সরাসরি সম্প্রচার করা হয়েছে ।