২০২৪ সালে অ্যারিজোনায় নতুন কারখানার কার্যক্রম শুরু হলে ৪ ন্যানোমিটারের উন্নত টিপ সরবরাহ করবে টিএসএমসি। অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। খবর টেকটাইমস।
বর্তমানে অ্যাপল প্রতিষ্ঠানটিকে আগের তুলনায় আরো উন্নত চিপ সরবরাহের জন্য চাপ দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে টিএসএমসি যুক্তরাষ্ট্রে তাদের বড় গ্রাহকদের অনুরোধ আমলে নিয়ে উন্নত চিপ উৎপাদন ও সরবরাহের কথা জানিয়েছে।
ব্লুমবার্গ প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যে অ্যারিজোনায় নির্মিত কারখানাটির কার্যক্রম শুরু হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ৪ ন্যানোমিটারের আরো উন্নত চিপ সরবরাহ করবে। মূলত ৫ ন্যানোমিটারের যে চিপ সরবরাহের কথা ছিল তার বিকল্প হিসেবে এ আপডেট আনা হচ্ছে।
বিশ্বের অধিকাংশ প্রযুক্তিপ্রতিষ্ঠান চিপ উৎপাদনসংক্রান্ত কাজের জন্য টিএসএমসির ওপর নির্ভরশীল। এর মধ্যে অ্যাপল, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ও এনভিডিয়া রয়েছে। উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি এরই মধ্যে অ্যারিজোনার কারখানায় উন্নত চিপ তৈরি ও সরবরাহের জন্য টিএসএমসির কাছে আহ্বান জানিয়েছে।