জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড কোম্পানি অপো শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে অপো ফাইন্ড এক্স৩ নামের নতুন একটি স্মার্টফোন। বিগ বাজেটের এই স্মার্টফোনটি দামেও যেমন ঠিক কাজেও তেমন। অসাধারণ সব ফিচার সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি এবং বিরাট স্টোরেজ সহ ইন্টারেস্টিং সব ফিচার। যা আজকের আর্টিকেল এর মূল আলোচ্য বিষয়।
চলুন জেনে নেওয়া যাক অপো ফাইন্ড এক্স৩ ফোনটিতে কি কি রয়েছে।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে বিগ বাজেটের এই ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার রেজুলেশন ১৪৪০*৩১৬৮ পিক্সেল এবং পিপিআই ডেনসিটি ৫১৩। ফোনটির রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং ডিসপ্লের প্রোটেকশন এর জন্য রয়েছে কর্নিং গরিল্লা গ্লাস ৬।
অপারেটিং সিস্টেম:
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ১১। যা রান করবে কালার ওএস এর সাথে।
সিপিইউ:
প্রসেসর হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮। যেটি একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকবে অ্যাড্রিনো জিপিইউ।
সিম:
ফোনটিতে থাকবে ডুয়েল সিমের সুবিধা অর্থাৎ ব্যবহারকারী একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন। যার একটি হচ্ছে ন্যানো সিম।
নেটওয়ার্ক:
নেটওয়ার্ক হিসেবে ফোনটিতে থাকবে ফাইভ-জি এর সুবিধা। এছাড়া থাকবে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে। ৮জিবি+১২৮জিবি এবং ১২জিবি+২৫৬জিবি।
ক্যামেরা:
ফোনটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ১৩ মেগাপিক্সেলের টেলি ফটো সেনসর এবং থাকবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।ক্যামেরা ফিচার হিসেবে থাকবে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানারোমা।
ব্যাটারি:
ব্যাটারি হিসেবে ফোনটিতে দেওয়া হবে ৪৫০০ মিলিএম্পিয়ারের নন রিমুভেবল লি-পো ব্যাটারি। এর সাথে থাকবে ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ মাত্র 30 মিনিটে ফুল চার্জ করা সম্ভব।
ডিজাইন ও বডি:
ফোনটি সিরামিক অথবা গ্লাস বিল্ডের একটি ফোন হতে পারে। এবং সাথে থাকবে অ্যালুমিনিয়াম ফ্রেম। দেখতে বেশ আকর্ষণীয় লাগবে।
সেন্সর:
নিরাপত্তার জন্য ফোনটিতে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে আরো থাকবে প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর।
কালার:
ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। ব্ল্যাক এবং ওশান।
দাম:
যেহেতু অপো ফাইন্ড এক্স৩ স্মার্টফোনটি বিগ বাজেটের ক্রেতাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই সাধারণতই এই ফোনটির দাম একটু বেশি হবে। ফোনটির এসপেক্টেড দাম হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় ৮৯,৯১০ টাকা। তবে দাম একটু বেশি হলেও ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচার। যা ক্রেতাদের আকর্ষণ করার জন্য যথেষ্ট।