প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী গেমিং খাতের জনপ্রিয়তা বেড়েছে। ডিএফসি ইন্টেলিজেন্স’র তথ্যমতে, বর্তমানে ভিডিও গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় ৩.১ বিলিয়ন গেমার রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পরিসংখ্যান বলছে, এর মধ্যে অর্ধেক গেমারই গেমিং করেন ফোনের মাধ্যমে। বর্তমানে মোবাইল গেমিংয়ের উপর ভিত্তি করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টও আয়োজিত হচ্ছে। গেমিংকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্ভাবনাময় একটি খাত হিসেবেও দেখছেন বাজার বিশ্লেষকরা।
মোবাইল গেমিংয়ের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে তরুণদের, ফলে গেমিংয়ের পারফরম্যান্স ভালো এমন ফোনই এখন তরুণদের প্রথম পছন্দ। মোবাইল গেমিংয়ের প্রতি তরুণদের এমন আগ্রহের বিষয়টি বিবেচনা করে বর্তমানে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড গেমিংয়ের জন্য উপযোগী অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন বাজারে আনছে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই এ ধরণের ফোনের দাম বেশি হওয়ায় তরুণদের জন্য তা কেনা সম্ভব হয়ে ওঠেনা। এ সমস্যার সমাধান হতে পারে সম্প্রতি বাজারে আসা তরুন প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র ফ্ল্যাগশিপ জিটি সিরিজের নতুন স্মার্টফোন জিটি নিও ২। অত্যাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন ডিজাইনের ফ্ল্যাগশিপ জিটি নিও ২ একইসাথে যেমন সাশ্রয়ী, তেমনি গেমারদের দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা।
কোনো ফোনের প্রসেসর যতো বেশি শক্তিশালী, সে ফোন নিরবিচ্ছিন্ন ও চমৎকার গেমিংয়ের জন্য ততো বেশি উপযোগী। রিয়েলমি’র জিটি নিও ২–এ রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর, যা ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত পারফরমেন্সের নিশ্চয়তা। অক্টা-কোর আর্কিটেকচার-সহ এই ফোনের শক্তিশালী ৭ ন্যানোমিটার প্রযুক্তি ৩.২ গিগাহার্টজ এ৭৭ প্রাইম কোরের সাহায্যে লোডিং সময় কমিয়ে অ্যাপের মাধ্যমে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম। ফলে, এ ফোনে সব সময় ব্যবহারকারীরা কোন ধরনের ঝামেলা ছাড়া নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির গেমিং উপভোগ করতে পারবেন।
তাছাড়া, ভাল গেমিংয়ের জন্য ফোনের এমন স্ক্রিন ও ডিসপ্লে থাকা প্রয়োজন, যাতে গেমাররা স্বাচ্ছ্যন্দে গেমিং করতে পারেন। এক্ষেত্রে, ১২০ হার্টজ ই৪ অ্যামোলেড ডিসপ্লে (৯২.৬ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতসহ ৬.৬২ ইঞ্চির স্ক্রীন-সাইজ) সমৃদ্ধ জিটি নিও ২ হতে পারে গেমারদের জন্য আদর্শ একটি ফোন। শুধু তাই নয়, এর ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট গেমারদেরকে স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা দিবে। পাশাপাশি, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোরেও এ ফোন দিয়ে স্বাচ্ছ্যন্দে গেমিং করা যাবে।
টানা দীর্ঘসময় গেমিং করলে গেমারদেরকে অনেক সময় ফোন গরম হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানে এ ফোনে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এই প্রথম ফোন অত্যাধিক গরম হয়ে যাওয়া প্রতিরোধে ডায়মন্ড থার্মাল জেলসহ স্টেইনলেস স্টিল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে, দীর্ঘসময় গেমিং করলেও এখন আর ব্যবহারকারীদের ফোন গরম হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবেনা। নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা তরুণরা এই ফোন দিয়ে গেমিং করতে পারবেন।
এমনকি দীর্ঘ সময় দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে এ ফোনে আছে ৫’হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দিবে টানা ৮ ঘণ্টা নিরবিচ্ছিন্ন গেমিং’র নিশ্চয়তা। যদি খেলার মাঝে ফোনের চার্জ কমে যায়, তাতেও চিন্তার কিছু নেই। কারণ ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ থাকায় এ ফোন সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ৩৬ মিনিট। ফলে, ব্যবহারকারীরা এ ফোনে কম সময় চার্জ দিয়ে অধিক সময় পর্যন্ত গেমিং বা অন্যান্য কাজ করতে পারবেন।
গেমিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী এ ফোনে রয়েছে ৮ জিবি + ৫ জিবি ডিআরই র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা এবং এ ফোনের নিও গ্রীণ কালারের সংস্করণটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনরা ব্যবহারকারীরা এ ফোনটি কিনতে পারবেন মাত্র ৩৯,৯৯০ টাকায়। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করুন – https://cutt.ly/realmeGTNEO_2। যদি আপনি এমন একটি ফোন খুঁজছেন যা দিয়ে আপনি টানা গেমিং উপভোগ করতে পারবেন এবং নিজের গেমিং অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে বর্তমান বাজারে এই ফোনের কোনও বিকল্প নেই।