স্যামসাং ল্যাপটপ, মোবাইল এর মতই জনপ্রিয় এবং উন্নত। খুব সুন্দর ফিচারের সাথে আমাদের মাঝে হাজির হয় স্যামসাং এর ল্যাপটপ গুলো। স্যামসাং ল্যাপটপের এবার নতুন সংযোজন করা হচ্ছে স্যামসাং নোটবুক ৯ প্রো ল্যাপটপটির। একনজরে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ল্যাপটপে।
স্যামসাং নোটবুক ৯ প্রো ল্যাপটপে দেওয়া হবে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট এল ই ডি ডিসপ্লে এবং যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৭ -৮৫৬৫ ইউ ৮ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া স্টোরেজ দেওয়া হয়েছে ২৫৬ জিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হবে ইন্টেল ইউ এইচ ডি ৬২০। ঘড়ির স্পিড দেওয়া হয়েছে ১.৮ গিগাহার্জ। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ৮০২.১১। স্যামসাং নোটবুক ৯ প্রো ল্যাপটপটি শুধুমাত্র সিলভার রঙ এ পাওয়া যাবে। উক্ত ল্যাপটপের সাথে দেওয়া হয়েছে ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা, ডুয়েল স্পিকার এবং অসাধারণ কি বোর্ড।
স্যামসাং নোটবুক ৯ প্রো এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৯০,০০০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ১,০৫,৩১৪ টাকা।