করোনা মহামারীতে অপো তাদের এ সিরিজের আরও একটি নতুন ফোন অপো এ৫৪ ৫জি লঞ্চ করতে যাচ্ছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। তাই এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
নেটওয়ার্ক: নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি,৫জি এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
বডি: এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬২.৯০*৭৪.৭০*৮.৪০ মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ১৯০ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
ডিসপ্লে: এতে থাকছে ৬.৫০ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর স্ক্রীন টু বডি রেশিও হলো ৮৩.৮ শতাংশ। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪০৫।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ভি ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো ৬১০।
মেমোরি: ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্ট এ । একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি রেম ।
ক্যামেরা: এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৪৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৫ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল এর ডেপথ সেনসর ক্যামেরা।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
চার্জার এবং ব্যাটারি: এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।
কালার: ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি কালার ভেরিয়েন্ট এ ।একটি হল নীল রংয়ের এবং আরেকটি হলো কাল রঙের।
দাম: বাংলাদেশের বাজারে ফোনটি এর দাম হচ্ছে ২২৫০০ টাকা।