স্যামসাং একের পর এক ফোন বাজারে রিলিজ করছে। বেশ কিছু দিন আগে তারা তাদের “এ” সিরিজের নতুন ফোন বাজারে এনেছে। এবার তারা তাদের “এম”সিরিজের নতুন ফোন বাজারে আনছে। তো চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে স্যামসাং এর এই নতুন ফোন এ।
বিল্ড কোয়ালিটি
এটি একটি প্লাস্টিক ফ্রেমে তৈরি মোবাইল। এর ব্যাক এ দেয়া হয়েছে প্লাস্টিক এবং ফ্রন্টে আছে গ্লাস। মোবাইলটির বডি ডাইমেনশন 163.9 x 76.3 x 9.5 মিলি মিটার। মোবাইলটির ওজন ২১৮গ্রাম। এতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড।
ডিসপ্লে
মোবাইলটি তে দেয়া হয়েছে ৬.৭ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। যার নিট ব্রাইটনেস ৪২০নিটস।ডিসপ্লেটির রেশিও ২০ঃ৯।এর রেজুলেশন ১০৮০*২৪০০পিক্সেলস।
প্লাটফর্ম
এতে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট ইক্সোনাস ৯৮২৫। এটি ৭ন্যানো মিটারের একটি অক্টা কোর প্রসেসর। সাথে জিপিইউ হিসেবে থাকছে মালি-জি৭৬ ।
স্টোরেজ
মোবাইলটি বাজারে বেশ কিছু ভেরিয়েন্ট এ পাওয়া যাবে.১২৮জিবি রম-৮জিবি র্যাম,২৫৬জিবি রম-৮জিবি র্যাম।আলাদা করে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ আছে।
ক্যামেরা
এতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৬৪মেগাপিক্সেলে সেন্সর।এর সাথে ১২ মেগাপিক্সেল অলট্রা ওয়াইড সেন্সর। ৫মেগাপিএক্সেল এর আরো দুটি ম্যাক্রো এবং ডেপঠ সেন্সর আছে।এতে ভিডিও করা যাবে ৪কে-৩০এফপিএস,১০৮০-৩০এফপিএস।সামনে থাকছে ৩২মেগাপিক্সলের সেন্সর।ভিডিও করা যাবে ৪কে-৩০এফপিএস,১০৮০-৩০এফপিএস
অন্যান্য ফিচারস
এতে লাউডস্পিকার এবং ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক থাকছে।ডুয়েল ব্যান্ড জিপিএস,ওয়াই-ফাই ,রেডিও থাকছে এতে।সিকিউরিটি হিসেবে এতে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ব্যাটারি এবং চার্জিং
এখানেই মোবাইলটির সব থেকে বড় আকর্ষন আছে ।কারণ এতে ব্যবহার করা হয়েছে ৭০০০মিলি আম্পিয়ার এর ব্যাটারি।বক্স এ থাকছে ২৫ওয়াট এর চার্জার।মোবাইলটি তে রিভার্স চার্জিং এর সুবিধা ও পাবেন।
কালার এবং দাম
মোবাইলটি বাজারে লেজার গ্রীন,লেজার গ্রে এবং লেজার ব্ল কালারে বাজারে পাওয়া যাবে। বাজারে মোবাইলটির বেস ভেরিয়েন্ট এর দাম ৩২৯৯৯০টাকা ।