প্রযুক্তির দুনিয়ায় অ্যাপল এক যুগান্তকারী নাম। একের পর এক চমক নিয়ে আসছে প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানিটি। স্মার্ট ফোন থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ সবখানেই সাফল্য পেয়েছে অ্যাপল।
অবশেষে ম্যাকওএস মন্টেরে’র মূল ভার্সন ডাউনলোডের জন্য ওপেন করে দিয়েছে অ্যাপল। অপারেটিং সিস্টেমটির বিটা ভার্সন ডেভেলপার ও আগ্রহী ইউজারদের জন্য ওপেন ছিল বেশ কয়েক মাস ধরেই।
এর আগে শুধু অ্যাপল ডেস্কটপ বা ল্যাপটপেই এটি ব্যবহার করা যেত। এখন যে কোনো কোম্পানির ডেস্কটপ বা ল্যাপটপে ডাউনলোডের জন্য ব্যবহার করা যাবে অ্যাপলের ম্যাকওএস মন্টেরে।
অ্যাপল ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি)’ নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছিল জুন মাসে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে ম্যাক কম্পিউটারকে ‘এয়ারপ্লে টার্গেট’ বানিয়ে আইফোন বা আইপ্যাড থেকে কন্টেন্ট চালানোর ফিচার ও অ্যাপলের আইওএস অটোমেশন সফটওয়্যার। আধুনিকায়ন হয়েছে ফেইসটাইম ও কুইক নোট ফিচারে।
আলোচিত ফিচারগুলোর মধ্যে ইউনিভার্সাল কন্ট্রোল ও শেয়ারপ্লে শুরুতেই ম্যাকওএস মন্টেরে-তে নেই বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যাপল বলছে, উভয় ফিচারই অপারেটিং সিস্টেমটিতে যোগ হবে এই শরতের শেষ দিকে।
ইউনিভার্সাল কন্ট্রোল ফিচারের মাধ্যমে ফাইল ড্র্র্যাগ করে একাধিক মেশিনের যে কোনোটিতে রাখতে পারবেন ব্যবহারকারী। এছাড়াও একই মাউস ও কিবোর্ড একাধিক ম্যাক, ম্যাকবুক এবং আইপ্যাড চালনায় ব্যবহার করা যাবে।