দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড ভিভো সিরিজ ফোনগুলো বেশ জনপ্রিয় । ভিভো ওয়াই ২০টি এবং ভিভো ভি ২৩ উভয় ফোনগুলো একটি জনপ্রিয় নাম । মোবাইলগুলো বেশ ফিচার সম্পন্ন এবং মূল্য হাতের নাগালে থাকার কারণে অনেকের সাধ্যের মধ্যে একটি ভালো ফোন ক্রয় করতে সক্ষম হবে।মূল্যে তারতম্য খুব বেশি না থাকলেও এর ফিচার আলাদা দেওয়া হয়েছে।তো চলুন তুলনা করা যাক মোবাইল দুটির মধ্যে ।
প্রথমেই কথা বলি এদের ডিসপ্লে এবং বডি সেকশন নিয়ে:
ভিভো ওয়াই ২০টি :এতে থাকছে ৬.৫১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ৭২০*১৬০০ পিক্সেল এর। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা । এর পিপিআই ডেনসিটি হলো ২৭০।এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮১.৬%।এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬৪.৪১*৭৬.৩২*৮.৪১ মিলিমিটার এর।এর ওজন হচ্ছে ১৯২ গ্রাম।
ভিভো ভি ২৩: এতে থাকছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৫৯.৭*৭৩.৯*৭.৩ মিলিমিটার এর। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।এর ওজন হচ্ছে ১৭৬ গ্রাম।এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪০৯।
এবারে কথা বলি এদের হার্ডওয়্যার নিয়ে:
ভিভো ওয়াই ২০টি :অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো ৬১০ । আর ফোনটি পাওয়া যাচ্ছে ১টি ভেরিয়েন্ট। এটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি র্যাম।
ভিভো ভি ২৩:অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মানসিটি যা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে মালি জি ৫৭এম সি ৩। আর ফোনটি পাওয়া যাচ্ছে ২ টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৮ জিবি র্যাম এবং আরেকটি হল ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৮ জিবি র্যাম।
এবারে কথা বলি এদের ক্যামেরা সেটাপ নিয়ে :
ভিভো ওয়াই ২০টি:এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১৩ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
ভিভো ভি ২৩: এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৪৪ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সবশেষে কথা বলি এদের দাম এর বিষয়ে:
ভিভো ওয়াই ২০টি :এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ২২৯৯০ টাকা।
ভিভো ভি ২৩: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হচ্ছে ২৭০০০ টাকা।
এখানে ফোন দুটির স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে যে দুটি ফোনই উন্নত মানের।তবে ভিভো ভি ২৩ ফোনটিতে ক্যামেরা সেটআপ এবং হার্ডওয়ার এর ফিচারগুলো বেশি উন্নত মানের।তাই সার্বিকভাবে এই ফোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে।