সাশ্রয়ী দামে স্মার্টফোন কিনতে চাইলে সবার প্রথম পছন্দ হতে পারে নকিয়া জি১১ প্লাস। কম দামের এই ফোনে বলার মতো ফিচার না থাকলেও ব্যাটারি ব্যাকআপে প্রতিযোগীদের টেক্কা দিতে পারবে।
নকিয়ার নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। বড় ডিসপ্লের সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্য গেম খেলা যাবে। ফোনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল।
এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর। ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। যার প্রাথমিক লেন্স ৫০ মেগাপিক্সেল ও দ্বিতীয়টি ২ মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। নিরাপত্তার জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে।
৪ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটি একবার চার্জে টানা তিনদিন চলবে। চারকোল গ্রে ও লেক ব্লু রঙে কিনতে পাওয়ার যাবে ডিভাইসটি, বাংলাদেশি মুদ্রায় দাম পড়বে প্রায় ১৩ হাজার টাকা।