ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি মজবুত গঠনের সেলফোন, ল্যাপটপ, ট্যাবলেট বাজারজাত করছে। সাধারণত যেসব ডিভাইস বাজারে থাকে সেগুলোর গঠন ততটা মজবুত থাকে না। যে কারণে রাগড ডিভাইসের চাহিদা বাড়ছে। এর অংশ হিসেবে সম্প্রতি ল্যাটিটিউড ৭০৩০ নামের নতুন ট্যাবলেট উন্মোচন করেছে ডেল।
ডেলের নতুন ট্যাবে ১০ দশমিক ১ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৬:১০ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস। ডিভাইসটিতে ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই৭ প্রসেসর দেয়া হয়েছে। আই৫ ও আই৭ প্রসেসরের সঙ্গে আইরিশ এক্সই গ্রাফিক্সও দেয়া হয়েছে। ট্যাবলেটে সর্বোচ্চ ৩২ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ২ টেরাবাইট এনভিএমই এসএসডি স্টোরেজ থাকবে।
কানেক্টিভিটির দিক থেকে ডেলের ট্যাবলেট ডিভাইসে ওয়াই-ফাই ৬ই, জিপিএস, ফাইভজি রয়েছে। নিরাপত্তার জন্য টিপিএম ২.০ কন্ট্রোল ভল্ট, উইন্ডোজ হ্যালো ফেশিয়াল রিকগনিশন সুবিধাযুক্ত ইনফ্রারেড ক্যামেরা, টাচ ফিঙ্গারপ্রিন্ট রিডার ও ক্যামেরা প্রাইভেসি শাটার রয়েছে। ডিভাইসটি আইপি-৬৫ রেটিং ও এমআইএল-এসটিডি ৮১০ সার্টিফিকেশন যুক্ত। যেকোনো পরিস্থিতিতে এটি ব্যবহার করা যাবে।
এছাড়া কাস্টমাইজেশনে আলাদা বাটন রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ডেল ল্যাটিটিউড ৭০৩০ রাগড এক্সট্রিম ট্যাবলেট বাজারে আসার কথা জানিয়েছে ডেল। তাই এখনই এর দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।