ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সম্প্রতি ভারতের বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম মিডরেঞ্জের স্মার্টফোন আইকিউওও নিও ৯ প্রো। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এরই সঙ্গে রয়েছে ৮ অথবা ১২ জিবি র্যাম ভেরিয়েন্ট, রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ স্পেস।
ডিভাইসটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর স্ক্রিন রেজল্যুশন ২৮০০X১২৬০ পিক্সেল। ডিভাইসের সঙ্গে রয়েছে ডুয়াল ন্যানো সিমের কার্ড সাপোর্ট। ফোনটির ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেয়া হয়েছে। ডিসপ্লের ওপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ফাইভজি সাপোর্টেড স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ এমএএইচের ব্যাটারি ও ১২০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা। কালো ও লাল এ দুই রঙে ই-কমার্স সংস্থা অ্যামাজন ও আইকিউওও ই-স্টোর থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে।