এবার ডেক্সটপ কম্পিউটারের জন্য পৃথক মেসেঞ্জার অ্যাপ নিয়ে এল ফেসবুক। এর ফলে Windows ও Mac কম্পিউটার থেকে মেসেঞ্জার ব্যবহার করেই ভিডিও কনফারেন্স করা যাবে। সম্প্রতি বিভিন্ন কর্পোরেট অফিস, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের জন্য Zoom ব্যবহার শুরু করেছিল। এবার ফেসবুকমেসেঞ্জার ব্যবহার করেও কম্পিউটার থেকে ভিডিও কনফারেন্স করা যাবে।
“এখন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে আরও বেশি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।” বলেন ফেসবুকভাইস প্রেসিডেন্ট স্টান চুদনোভস্কি। তিনি আরও বলেন, “বিগত এক মাসে ১০০ শতাংশ বেশি মানুষ ডেস্কটপ কম্পিউটার থেকে অডিও ও ভিডিও কল করছেন। এই জন্য MacOS ও Windows কম্পিউটারে মেসেঞ্জার অ্যাপ লঞ্চ হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে বিনামূল্যে গ্রুপ ভিডিও কল করা যা