সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এখন প্রতারকদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে৷ কখনও লটারি জেতার প্রলোভন আবার কখনও বিনামূল্যে উপহারের প্রতিশ্রুতি, আর প্রতারকদের ফাঁদে পা দিলেই সর্বস্ব হারানোর শঙ্কা৷ পরশুদিন ‘আন্তর্জাতিক নারী দিবস’ আর ওই দিনটিকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে একটি স্ক্যাম (WhatsApp Scam)। একটি অফারকে সামনে রেখে কিছু অসাধু মানুষ ব্যবহারকারীদের ঠকানোর ষড়যন্ত্র করছে৷ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হোয়াটসঅ্যাপে একটি বার্তা ছড়ানো হচ্ছে৷ বার্তাটির দাবি “আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে অ্যাডিডাস (Adidas) বিনামূল্যে জুতো উপহার দিচ্ছে”। সেইসঙ্গে বার্তার মধ্যে একটি লিঙ্ক অর্ন্তভুক্ত থাকছে৷ বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলেই ফ্রিতে জুতো পাওয়া যাবে৷ আপনিও যদি মেসেজটি পেয়ে থাকেন তাহলে আমরা আপনাকে এটি উপেক্ষা করার পরামর্শ দিচ্ছি৷ কারণ এটি কেবলমাত্র একটি অনলাইন স্ক্যাম৷ অ্যাডিডাস বিনামূল্যে কোনো জুতো অফার করছে না৷ উল্টে আর্থিক প্রতারনার শিকার হয়ে নিজের জুতো কেনার টাকা পকেটে না থাকার সম্ভাবনাও খুব একটা অমূলক নয়৷
উল্লেখ্য, এই জাতীয় স্ক্যাম প্রথম ঘটছে এমন নয়। হোয়াটসঅ্যাপে এর আগেও বহুবার এই ধরনের স্ক্যাম সামনে এসেছে। আসলে এই ধরণের নকল অফারগুলির মাধ্যমে একটা বিশেষ রকমের প্রলোভনের ফাঁদ তৈরি করা হয়, আর সেই ফাঁদেই ফেঁসে যান লক্ষ লক্ষ মানুষ। নতুন স্ক্যামটির ক্ষেত্রেও জালিয়াতরা একই পন্থা অবলম্বন করেছে। যেখানে তারা দাবি করছে, বর্ষপূতিতে অ্যাডিডাস বিনামূল্যে জুতো উপহার দিচ্ছে। পাশাপাশি তারা মেসেজের সাথে “https://v-app.buzz/adidass/tb.php?_t=161492973315:35:33” লিঙ্কটি শেয়ার করছে। আমরা আপনাকে জানাতে চাই এটি সম্পূর্ণ একটি ভুয়ো মেসেজ। তাই এই মেসেজে থাকা লিংকে ক্লিক করবেন না এবং মেসেজটি কাউকে ফরওয়ার্ড করবেন না।
কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একই ধরণের ভুয়ো মেসেজ
প্রথমত, যদি অ্যাডিডাস প্রকৃতপক্ষে বিনামূল্যে জুতা সরবরাহ করার পরিকল্পনা করে, তবে সেটা প্রথমে তাঁদের ওয়েবসাইট এবং তারপর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে আপডেট করবে৷ অফারটিতে জল মেশানো কিনা তা যাচাই করার জন্য অ্যাডিডাস অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া একাউন্ট চেক করলেও সেখানে বিনামূল্যে জুতা দেওয়া হবে এমন কোনো ডিল, অফিসিয়াল নোটিস বা ঘোষণা খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, ইউআরএল (url) সন্দেহজনক দেখাচ্ছে। আপনি যদি ইউআরএলটি (url) ঘুরে দেখেন তবে এতে “v-app.buzz/adidass” উল্লেখ করা হয়েছে। অ্যাডিডাসের বানান এই ক্ষেত্রে ভুলভাবে লেখা হয়েছে৷ সঠিক বানানটি হল adidas৷ আবার ইউআরএলটি (url) অফিসিয়াল অ্যাডিডাস ওয়েবসাইট https://shop.adidas.co.in/ এর অংশ নয়। ফলে ফরোয়ার্ড করা বার্তায় অর্ন্তভুক্ত লিঙ্কটি ক্লিক করা থেকে বিরত থাকতে আমরা আপনাকে পরামর্শ দেবো৷
এছাড়া, ল্যান্ডিং পেজে থাকা লোগোটি হ’ল হোয়াটসঅ্যাপের, অ্যাডিডাসের নয়, যা এই ফ্রি উপহার দেওয়ার দাবি কতটা বিশ্বাসযোগ্য তার ওপর প্রশ্নচিহ্ণ তুলে দেয়৷ আরও সন্দেহজনক বিষয়টি হল এই ইউআরএলটি (url) ক্লিক করলে যে ওয়েবসাইটটি খোলে সেখানে অ্যাডিডাসের কোনও সামগ্রী অন্তর্ভুক্ত নেই, বরং এখানে কয়েকটি ছবি রয়েছে। শেষে, ওয়েব পেজের নীচে বলা হয়েছে যে এটি ডেভেলপ করেছে © 2021 adidas America Inc৷ যদিও অ্যাডিডাসের মূল ওয়েবসাইটের ক্ষেত্রে সেটি ©2020 shop.adidas.co.in বলে লেখা আছে৷
আশা করি, ফ্রিতে জুতো দেওয়ার পিছনে আসল সত্যটি আপনাদের কাছে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে৷ এছাড়াও, প্রতারণার লক্ষ্যে শয়ে শয়ে ভুয়ো অফার ঘাপ্টি মেরে বসে আছে৷ সঠিক সময় আসলেই তারা ছড়িয়ে পড়বে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে৷ তাহলে WhatsApp বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কীভাবে সুরক্ষিত থাকবেন?
১- সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
২ – নিখরচায় উপহার দেওয়ার দাবি করে এমন বার্তাগুলিকে বিশ্বাস করবেন না।
৩ – সন্দেহজনক লিঙ্কের ইউআরএলটি (url) সঠিকভাবে পরীক্ষা করে দেখুন৷
এই জাতীয় বার্তাগুলিতে প্রায়শই বানান ভুল থাকে। সেগুলি যথাযথভাবে পরীক্ষা করুন এবং ভাবুন।