কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। তার আগেই জুলাই মাসে এক লাফে অনেকটা কমেছে এর গ্রাহক সংখ্যা।
এক মাসে উইন্ডোজ ৭-এর গ্রাহক সংখ্যা কমেছে ৩.৬ শতাংশ। সার্বিক পিসি বাজারে এখন উইন্ডোজ ৭-এর দখলে রয়েছে ৩১.৮ শতাংশ। পুরানো এই ওএস-এর গ্রাহক কমায় বেড়েছে উইন্ডোজ ১০ গ্রাহক– খবর আইএএনএস-এর।
উইন্ডোজ ১০-এর গ্রাহক বেড়েছে ৩.১ শতাংশ। এর ফলে মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমটির গ্রাহক সংখ্যা এখন ৪৮.৯ শতাংশ।
জুন মাসে মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ করবে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে গ্রাহককে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পরামর্শ দেওয়া হয়।
উইন্ডোজ ৭-এ সমর্থন বন্ধ হলে নিরাপত্তা ও প্রযুক্তিগত আপডেট পাবেন না গ্রাহক। ফলে এই অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহারে ঝুঁকি বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের জানুয়ারিতেই উইন্ডোজ ৭-এ মূলধারার সমর্থন বন্ধ করে মাইক্রোসফট। কিন্তু এযাবৎ নিরাপত্তা আপডেট দিয়ে আসছিলো তারা। সামনের বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটিতে আপডেটের ইতি টানছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি।