সিনেমা বা ভিডিও দেখার ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম নেটফ্লিক্সের বিরুদ্ধে বিপদের বার্তা ছড়াচ্ছে প্রতারকরা। মুভিফ্লিক্স নামের আরেকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে এই বার্তা ছাড়নো হচ্ছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফনিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, দুবাইয়ে হাজার হাজার মানুষ টেনফ্লিক্স ত্যাগ করে মুভিফ্লিক্স ব্যবহার করছে।
বিজ্ঞাপনে সবাইকে মুভিফ্লিক্স ব্যবহারের কথা বলা হচ্ছে। মুভিফ্লিক্সে রেজিষ্ট্রেশনের নামে গ্রাহকের তথ্য চুরি করতে এ ফাঁদ পাতা হয়েছে।
মুভিফ্লিক্সে রেজিষ্ট্রেশন করতে গেলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করা হচ্ছে।
মুভিফ্লিক্সের নামে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা ভুয়া অনলাইনে খবর প্রকাশ করে সেই খবরটিকেই বিজ্ঞাপন আকারে প্রচার করছে। খবরে প্রবেশ করলে রেজিষ্ট্রেশনের লিংক দেখা যাচ্ছে। মূলত ওই লিংকে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করলেই তথ্য পাচার হয়ে যাচ্ছে।