গোপন টিকটক অ্যাকাউন্ট আছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের।
আর সেই অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। অথচ সেই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্টই করেননি জাকারবার্গ। বাজফিড এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
@finkd নামের ওই অ্যাকাউন্ট এখনো ভেরিফাই করা হয়নি তবে এর সঙ্গে তার ভেরিফাইড ইনস্টাগ্রামকে লিঙ্ক করা হয়েছে। মোট ৬১ জনকে অনুসরণ করেন তিনি যার মধ্যে আছে আরিয়ানা গ্রান্ডে ও শাক।
জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট যে নামে, সে নামেই টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে।