সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) এক্সপো শিরোনামের অনুষ্ঠানে অভিনব ভঙ্গির ‘সার্কেল ফোন’ উন্মোচিত হয়েছে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চারকোণা ডিজাইন থেকে বেরিয়ে আনতে ক্রিস্টিনা সিয়ার গোলাকার ফোন তৈরি করেছেন। তিনি এই ফোনের নাম দিয়েছেন ‘সার্কেল ফোন’।
গোল আকৃতির ছোট্ট এই ফোনে রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। গোলাকৃতির হওয়ার এই ফোন দিয়ে খুব সহজেই সেলফি তোলা যায়।
ফোনটির নির্মাতা ক্রিস্টিনা সিয়ার জানান, ২০১৫ সাল থেকে ফোনটি তৈরির কাজ হাতে নেন। তবে এটির উপযোগী সফটওয়্যার তৈরির কাজ শেষ না হওয়ায় ফোনটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। তাই এখন ডামি সংস্করণটিই সিইএসে আনা হয়েছে এবং ১ বছরের মধ্যে ফোনটি বাজারে আসবে।