বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সিয়াটল ও সিলিকন ভ্যালির কার্যালয়ের কর্মীদের বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। নভেল করোনাভাইরাস চীন ছাড়িয়ে এখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে। মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটন অঙ্গরাজ্য ও ক্যালিফোর্নিয়াতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে নিকটবর্তী শহর সিয়াটল ও সিলিকন ভ্যালিতে কর্মীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়িতে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্স।
সম্প্রতি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট কার্ট ডেলবাইন ব্লগ পোস্টে কর্মীদের উদ্দেশে বলেন, মাইক্রোসফট তার সদর দপ্তর এবং সান ফ্রান্সিসকো এলাকার কাছাকাছি সিয়াটল কার্যালয়ের কর্মীদের চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেয়া হচ্ছে। এ পদক্ষেপ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নেয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, যেসব কর্মীর অফিস বা অন্যান্য কাজের পরিবেশে থাকা জরুরি হবে, যেমন ডাটা সেন্টার বা রিটেইল সেন্টারে তাদেরকে যেতে হবে। তবে এক্ষেত্রে কর্মস্থল সরকারি নির্দেশনা অনুযায়ী জীবাণুমুক্ত করা হবে। এছাড়া আগেই কর্মীদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল মাইক্রোসফট।