দেশে করোনা শনাক্ত হওয়ার পর কিছু মুনাফালোভী মাস্ক, হ্যান্ডওয়াশের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু হয়েছে, যা আরও জোরদার হবে বলে জানা গেছে। এই অবস্থায় অভিযোগ নম্বর চালু করেছে ভোক্তা অভিযোগ কেন্দ্র।
ইতোমধ্যে দেশে করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়াতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ২০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি করছে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি পণ্যের দাম অযাচিতভাবে বাড়িয়ে দেয়া হয়েছে। এমন অসাধু ব্যবসায়ীদের রুখতে অভিযোগ নম্বর চালু করেছে ভোক্তা অভিযোগ কেন্দ্র।
এ বিষয়ে সোচ্চার সরকারি এ প্রতিষ্ঠানটি বৃবিতিতে বলেছে, ‘মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন এবং আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে।’
একইসঙ্গে প্রতিশ্রুতি দেয়া হয়েছে,‘ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করবো। অভিযোগ প্রমাণীত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ।’