চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী মার্কিন কোম্পানি মেডট্রনিকের সঙ্গে মিলে ভেন্টিলেটর উৎপাদনের ঘোষণা দিয়েছে তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি ফক্সকন। নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় এসব ভেন্টিলেটর ব্যবহার করা হবে। গতকাল ফক্সকনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তারা মেডট্রনিকের সঙ্গে যৌথভাবে ভেন্টিলেটরের নকশা তৈরি ও উৎপাদনের কাজ করে যাচ্ছে। উভয় কোম্পানির মেডিকেল ও টেকনিক্যাল কর্মীরা এ প্রকল্পে কাজ করছে। যত দ্রুত সম্ভব কভিড-১৯ রোগীদের চিকিৎসায় যেন ভেন্টিলেটরগুলো ব্যবহার করা যায়, সেজন্য উৎপাদন প্রক্রিয়ায় গতি আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
মেডট্রনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর ইশরাক গণমাধ্যমকে জানিয়েছেন, ভেন্টিলেটরগুলো উৎপাদন হচ্ছে ফক্সকনের উইসকনসিন কারখানায়।
যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে আশঙ্কাজনক হারে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে অন্যান্য মার্কিন কোম্পানিও ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে। গত সপ্তাহে ফোর্ড মোটর কোম্পানি জানায়, জেনারেল ইলেকট্রিকের হেলথকেয়ার ইউনিটের সঙ্গে মিলে ১০০ দিনের মধ্যে ৫০ হাজার ভেন্টিলেটর তৈরি করবে তারা।