করোনার এই মহাদুর্যোগকালেও নিজেদের শিডিউল মোতাবেক নতুন ফোন আনছে অ্যাপল। ১৫ এপ্রিল বাজারে আসছে আইফোন এসই টু। এটি অ্যাপলের সবচেয়ে ছোট ও সাশ্রয়ী দামের ফোন। ১৫ এপ্রিলের ইভেন্টে আইফোন এস টু ছাড়াও নতুন ম্যাকবুক বাজারে আনবে অ্যাপল।
আইফোন এসই টু অ্যাপলের নবম আইফোন। এই ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। কেননা, এটিই বাজারের সবচেয়ে কম দামি আইফোন।
এই বছরের শুরু থেকেই আইফোন এসই টু-এর স্পেসিফিকেশন বহুবার অনলাইনে প্রকাশ হয়েছে। এর আগে অ্যাপল আইফোন এসই বাজারে ছাড়ে। কম দামের কারণে ক্রেতারা এটি লুফে নেয়। এবার আসছে আইফোন এসই টু। ধারণা করা হচ্ছে নতুন এই ফোনের দামও ক্রেতাদের হাতের নাগালেই থাকবে।
অ্যাপল অ্যানিলিস্ট মি চি কু জানান, আইফোন এসই টু’র দাম হবে ৩৯৯ ডলার। এই একই দামে ১০২৬ সালে অ্যাপল বাজারে এনেছিল আইফোন এসই।
আইফোন এসই-এর মতোই দেখতে এসই টু। অনেকটা আইফোন এইটের মতোই হবে। এতে কোনো ফেস আইডি থাকছে না। সিলভার, গ্রে এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে।
ফোনটিতে এ১৩ বায়োনিক চিপ থাকছে। ৩ জিবি র্যাম এটি বাজারে আসছে। এর স্টোরেজ হবে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।
এতে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করছে অ্যাপল।