তারবিহীন হেডফোন ‘পিক্সেল বাডস’-এর নতুন সংস্করণ বাজারে এনেছে গুগল। দ্বিতীয় প্রজন্মের পিক্সেল বাডস’-এর মাধ্যমে টানা ৫ ঘণ্টা গান শোনা যাবে। এছাড়া আড়াই ঘণ্টা কথাও বলা যাবে।
নতুন এ ওয়্যারলেস হেডফোন দিয়ে অ্যাপল এয়ারপডস-এর সঙ্গে পাল্লা দেয়ার ইঙ্গিত গুগলের। তবে অ্যাপলের এয়ারপডস প্রোয়ের মতো এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা নেই।
পিক্সেল বাডসটিতে রয়েছে টাচ সেন্সর। গান পরিবর্তন, গান স্টো করা, ভলিউম বাড়ানো কমানো বা ফোন কল রিসিভ করতে এয়ারবাডস টাচ করাই যথেষ্ট। ডিভাইসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ঘাম নিরোধী।
গুগল জানিয়েছে, আপাতত শুধু সাদা রঙেই এটি পাওয়া যাবে। পরবর্তীতে কমলা, হালকা সবুজ ও কাল রঙেও বাজারে আসবে। বর্তমানে শুধু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করা যাবে। পরবর্তীতে বিভিন্ন দেশের বাজারেও ছাড়া হবে পণ্যটি।
পথ চলার পাশাপাশি ব্যায়ামের সময় ব্লু-টুথ প্রযুক্তির হেডফোনে গান শোনার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু দৌড়ানো বা দ্রুত নড়াচড়ার ব্যায়াম করার সময় পকেট থেকে পড়ে যায় স্মার্টফোন। বিষয়টি মাথায় রেখে প্রায় ৩০০ ফুট দূর থেকে ব্যবহার উপযোগী নতুন মডেলের পিক্সেল বাডস উন্মুক্ত করেছে গুগল। গুগল স্টোরে এটির মূল্য দেখানো হয়েছে ১৭৯ ডলার।