অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন প্ল্যাটফর্মগুলোর অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা শুধু আইন সংশোধনের মধ্যেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখব না। আমরা জানি বিচার যাতে দ্রুত হয় সেটির ওপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং এন্টারটেইনমেন্ট (বিনোদন) প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধ সেগুলোর সাথে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোগ্রাফির কাছাকাছি যেসব কনটেন্ট আপলোড করা হয়, সেগুলো এই ব্যাধি ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
ভারতে বিভিন্ন রাজ্যে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেখা যায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরায় দেখা যায়, মেঘালয়ে দেখা যায়। সমস্যাটা হচ্ছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় আমাদের বেশিরভাগ চ্যানেল দেখা যায় না। দু-একটি চ্যানেল দেখা যায়। সেটি কীভাবে করা যায় এটি নিয়ে আমরা আলোচনা করেছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো রেস্ট্রিকশন (প্রতিবন্ধকতা) নেই। পশ্চিমবাংলা সরকারও বলে, তাদের পক্ষ থেকেও কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু সেখানে কিছু অবস্টাকল (বাধা) অবশ্যই আছে। সেটি আমরা কীভাবে সমাধান করতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’