স্যামসাং কোম্পানী তার নতুন নেকব্যান্ড সংযুক্ত করল এবং সেটি হল স্যামসাং লেভেল ইউ ২। এই নেকব্যান্ড এর লঞ্চ করা হয়েছে তবে এবার নতুন করে ভারতে লঞ্চ করা হল। এই নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে অনেক উন্নত প্রযুক্তি। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক।
স্যামসাং লেভেল ইউ ২ নেকব্যান্ডটি ১২ মিলিমিটার ড্রাইভারস এর সাথে আসছে এবং যা ৩২ ওহমের সাথে প্রতিবন্ধক। এছাড়া এই নেকব্যান্ডটির ফ্রিকুয়েন্সি ২০,০০০ হার্জ এ সারা দিবে। এটি ৫.০ ব্লুটুথ এবং দুইটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত আছে। আলোচিত নেকব্যান্ডটির ওজন হবে মাত্র ৪১.৫ গ্রাম এবং এটির আয়তন হবে ১৪৬X৩৯X১৭০ মিলিমিটার। স্যামসাং লেভেল ইউ ২ তে দেওয়া হয়েছে ফোনে কথা বলার জন্য কিছু বাটন এবং সেই বাটনগুলো হবে রিসিভ কল, রিজেক্টেড কল, মিউট করার জন্য। এই হেডফোনটিতে ৫০০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই করা যাবে এছাড়া ১৮ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিবে ও ১৩ ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে একবার চার্জ দিয়ে। এটির একটি বিশেষ গুণ আছে এবং সেটি হল ইয়ারফোনটি জল প্রতিরোধী। বিষয়টি আমার বেশ ভাল লেগেছে।
স্যামসাং লেভেল ইউ ২ এর মূল্যঃ
এই ইয়ারফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ১,৯৯৯ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২,৩২৩ টাকা মাত্র।