আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অপো ‘এফ১৯ প্রো’-এর জমকালো অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (১০ মার্চ) অপো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং; কান্ট্রি পিআর এবং কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজানা রিজভান; মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভিসহ অন্যান্য অপো অফিশিয়ালসহ এবং ‘এফ১৯ প্রো’-এর আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডরস, সিয়াম আহমেদ এবং সাফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপো ‘এফ১৯ প্রো’ সম্পর্কে জোশিতা সানজানা রিজভান বলেছেন, ‘এই ফোনের অত্যাধিক স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচারস তরুণ প্রজন্মকে আরও বেশি আকর্ষিত করবে এবং এর বাজারমূল্য ফোনটির ফিচারস ও অন্যান্য গুণগত মানের তুলনায় অনেক সাশ্রয়ী।’
অপো এফ১৯ প্রো স্পেসিফিকেশন ও ফিচার
অপো এফ১৯ প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ কাস্টম স্কিনে চলে। এতে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০, রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ স্যাম্পেলিং রেট নরমাল মোডে ১৩৫ হার্টজ ও গেমিং মোডে ১৮০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ৪০৯ পিপিআই, পিক ব্রাইটনেস ৮০০ নিটস ও কনট্রাস্ট রেশিও ১০০০০০০:১। এর ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
অপো এফ১৯ প্রো ফোনে ২.২ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপ এর জন্য এতে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ৩০ ওয়েট ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।
এই ফোনে পাওয়া যাচ্ছে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, অত্যন্ত আপগ্রেডেড রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘ-মেয়াদি গেমিং সুবিধা। ক্যামেরার কথা বললে অপো এফ১৯ প্রো ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় প্যানোরামা, পোর্ট্রেট, নাইট, টাইম-ল্যাপস, সেলফি বিউটিফিকেশন এর মত ফিচার উপলব্ধ। ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪), ২ মেগাপিক্সেল মনো ক্যামেরা (এফ/২.৪)। পিছনের ক্যামেরায় এআই হাইলাইট পোর্ট্রেট ভিডিও (আল্ট্রা নাইট ভিডিও + এইচডিআর ভিডিও) ফিচার দেওয়া হয়েছে।
নতুন ‘এফ১৯ প্রো’ ফোনটি অত্যন্ত হালকা ও সুক্ষ ডিজাইন সম্পন্ন। এই ফোনে গ্রাহকেরা ওভারহিটিং এর প্রবলেম পাবেন না। অপো ‘এফ১৯ প্রো’-এর মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা। অতএব বলা যায়, ‘এফ১৯ প্রো’ গ্রাহকদের জন্যে এবছরের সেরা উপহার হতে চলেছে। অপো ‘এফ১৯ প্রো’-এর ফার্স্ট সেল ১৮ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। ফার্স্ট সেলের আগ পর্জন্ত গ্রাহকরা ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির পক্ষ থেকে ২০জিবি ৪জি ইন্টারনেট ফ্রি।