আগামী ৫ জুলাই অ্যামাজনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অ্যান্ডি জ্যাসি। পাবলিক কোম্পানি হিসেবে ২৭ বছর পূর্তির দিনে নতুন সিইও দায়িত্ব গ্রহণ করবেন বলে বুধবার শেয়ারহোল্ডারদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। খবর দ্য ভার্জ।
জেফ বেজোসের স্থলাভিষিক্ত হতে যাওয়া অ্যান্ডি জ্যাসি বর্তমানে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সিইওর দায়িত্ব পালন করছেন। জ্যাসি যে পুরো অ্যামাজন পরিবারের পরবর্তী সিইও হচ্ছেন গত ফেব্রুয়ারিতেই জানানো হয়েছিল। বুধবার শেয়ারহোল্ডারদের বৈঠকে তা চূড়ান্ত করা হয়। জেফ বেজোস অ্যামাজনের পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
অ্যামাজনের ইতিহাসে অত্যন্ত সফল একজন নির্বাহীর রেকর্ড জ্যাসির। গত প্রান্তিকে এডব্লিউএসের আয় হয়েছে ১ হাজার ৩৫০ কোটি ডলার।
বছর দেড়েক ধরে করোনা মহামারী সত্ত্বেও যেসব কোম্পানি আকাশচুম্বী আয় করেছে অ্যামাজন তার অন্যতম। গ্রুপটির এ চাঙ্গা সময়ে নতুন সিইওর কাছে প্রাত্যহিক দায়দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছেন বেজোস। তিনি ব্লু অরিজিন ও বাণিজ্যিক মহাকাশ সফর নিয়ে কাজ করবেন বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন। দীর্ঘদিন বেজোসের ডান হাত হিসেবে কাজ করা জ্যাসিও অনেকটা বেজোসের মতো কাজ করবেন বলে মনে করেন বিশ্লেষকরা। এডব্লিউএসকে নেতৃত্বের আসনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলতা বিবেচনায় সব ক্ষেত্রেই বেজোসের যোগ্য উত্তরসূরি হবেন জ্যাসি।