বিশ্বের সর্বত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানের অংশ হিসেবে মহাকাশে ওয়ানওয়েবের আরো ৩৪টি নতুন স্যাটেলাইট স্থাপন করেছে রাশিয়ান সয়ুজ রকেট।
শনিবার কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে স্থানীয় সময় ২২টা ১৩ মিনিটে ইউরোপের অ্যারিয়ানস্পেস পরিচালিত এ রকেট উেক্ষপণ করা হয়। এটি ওয়ানওয়েবের পঞ্চম ধাপের স্যাটেলাইট স্থাপন।
আগামী বছরের মধ্যে ৬৫০টি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা প্রদান শুরু করতে চায় যুক্তরাজ্যের এ প্রতিষ্ঠান।