মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। তার প্রতি সেকেন্ডে আয় ৩৮০ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২ হাজার। বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। এটা ফোর্বস সাময়িকীর সম্পদশালীদের তালিকায় আজ রোববার সকাল ৯টার হিসাব। প্রতিদিন যদি তিনি এক কোটি ডলার করে খরচ করেন, তবে ১৩ হাজার ৫৪০ দিন, অর্থাৎ ৩৭ বছরের বেশি লাগবে সে টাকা ফুরাতে।
তবে বিল গেটস বা বিলিয়নিয়ারদের সূচকে অন্য যাঁদের সম্পদের হিসাব দেখানো হয়, তা নিট সম্পদের পরিমাণ। মোট সম্পদ ও মোট দায়ের ব্যবধান। সেই সম্পদ কেবল নগদ অর্থ নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার আছে, জমি কেনা আছে, বাড়িঘর আছে, ঘরের ঘটিবাটির সম্ভাব্য দামও হয়তো অন্তর্ভুক্ত আছে। এত কথার অর্থ হলো, তিনি চাইলেই এক দিনের নোটিশে সব সম্পদ নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না। তবু আমরা যেহেতু খাতা-কলম নিয়ে বসেছি, হিসাবটা কষেই ফেলি চলুন।
আগেই বলা হয়েছে, মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ ১৩ হাজার ৫৪০ কোটি ডলারের। বাংলাদেশি মুদ্রায় তা ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা (বাংলাদেশ ব্যাংকের গতকালের হিসাব অনুযায়ী ডলারপ্রতি ৮৫ টাকা ৬৫ পয়সা ধরে)।
এবার চলুন পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ জানা যাক। জাতিসংঘের পপুলেশন ডিভিশনের ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালের প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ২০২০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার প্রাক্কলন দেওয়া আছে ৭৭৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭২৯ জন। যেহেতু সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য সেটাই, চলুন আমরা তা দিয়েই হিসাব কষি।
বিল গেটসের নিট সম্পদের পরিমাণকে পৃথিবীর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ হাজার ৪৮৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালে এসে মানুষ যদি কিছুটা বাড়ে তবে সে পরিমাণ আরও কমবে।
সম্প্রতি বিজনেস ইনসাইডার বিল গেটসের আয় নিয়ে মজার কিছু তথ্য বের করেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে। এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে। যেমন- প্রতি মিনিটে তার আয় ২২ হাজার ৮৩১ ডলার। বিল গেটসের নিট সম্পদের মূল্য ক্রোয়েশিয়া, কম্বোডিয়া ও বাহামার মোট দেশজ উৎপাদনের সমান। একজন আমেরিকান সারাজীবনে গড়ে আয় করেন ২২ লাখ ডলার। আর বিল গেটস এই অর্থ মাত্র দেড় ঘণ্টায় আয় করেন। তিনি যদি প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করেন, তাহলে লাগবে ২৮৫ বছর।
বিল গেটস মাইক্রোসফট থেকে সরে এসেছেন। তিনি এখন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকেই বেশি সময় দিচ্ছেন।