ছোট হয়ে যাচ্ছে চীনের গেমিং বাজার। গত এক বছরেই দেশটিতে বন্ধ হয়েছে ১ লাখ ৪০ হাজার গেমিং ফার্ম।
২০২১ সালের জুলাইয়ের শেষ থেকে নতুন কোনো গেমকেই উন্মোচনের অনুমতি দেয়নি দেশটির ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ)। অর্থাৎ প্রায় ছয় মাসে ছোট ও বড় কোনো গেমিং কোম্পানিই নতুন গেম বাজারে আনতে পারেনি। গেম মুক্তিতে বিরতির এ সময়ে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়, বড় প্রতিষ্ঠানগুলো কর্মীদের ছাঁটাই করে তাতে ভারসাম্য আনতে সক্ষম হয়। কিন্তু ছোট কোম্পানিগুলোর জন্য সেটা ভালো ছিল না। ফলে প্রায় ১ লাখ ৪০ হাজার গেমিং ফার্ম বন্ধ হয়ে যায়।
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এনপিপিএ এসব গেমে মুক্তি প্রত্যাহারের বিষয়ে কোনো তথ্য জানায়নি। তারা কোনো ইঙ্গিতও দেয়নি কখন আবার ভিডিও গেম অনুমোদন দেয়া শুরু হবে। আগে প্রতি মাসে ৮০- ১০০টি নতুন গেম মুক্তি পেত।
কঠোর গেমিং নীতিমালা প্রবর্তনের পর পরই গেম মুক্তির ক্ষেত্রে এ স্থগিতাবস্থা দেখল চীন। এর আগে ২০২১ সালের জুলাইয়ে চীনের আরেকটি বড় গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট শিশুদের রাতে গেম খেলা বন্ধ করতে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার শুরু করে। এনপিপিএর বক্তব্য, ছোটরা সোমবার থেকে বৃহস্পতিবার অনলাইনে গেম খেলতে পারবে না।
একইভাবে শিশুদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল টিকটকও। ২০২১ সালের সেপ্টেম্বরে টিকটকের চীনা ভার্সনে ছোটদের জন্য প্রতিদিন সময় বরাদ্দ করা হয় মাত্র ৪০ মিনিট।