পিসি গেইমের পোকা যারা, এএমডির সাম্প্রতিক ঘোষণা সম্ভবত তাদের চোখ কপালে তুলে দেবে। নতুন সিরিজের চিপ বাজারে আসার আগেই পুরোনো সিরিজের একটি ’চমক’ আনছে প্রতিষ্ঠানটি।
‘রাইজেন ৭০০০’ সিরিজের জন্য অপেক্ষায় যখন গেইমাররা, ঠিক এমন এক সময় এএমডি বলছে ‘রাইজেন ৫০০০’ সিরিজের সর্বশেষ সংস্করণের চিপ গেইমারদের ১৫ শতাংশ দ্রুততা দেবে।
‘রাইজেন ৫৮০০এক্স৩ডি’ নামের এ গ্রাফিক চিপটির ঘোষণা এসেছিল জানুয়ারিতে অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেকট্রনিক শো’-তেই।
প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা বলছে, এএমডি’র সিপিইউ প্যাকেজিংয়ের শেষ সংস্করণটি আসার কথা আগামী মাসে।
‘রাইজেন ৭ ৫৮০০এক্স৩ডি’ চিপটি আট কোরের ‘জেন ৩’ প্রসেসর-এর একটি ‘মেমরি-স্ট্যাকিং’ প্রযুক্তি ব্যবহার করে। এর ‘এল৩ ক্যাশে’ সুবিধা বেড়েছে তিনগুণ। চিপটির ‘এল৩ ক্যাশে’র আকার ৯৬ এমবি, যেটি আগে ছিল ৩২ এমবি। ফলে, এ চিপ দিয়ে গেইমাররা ‘রাইজেন ৯ ৫৯০০এক্স’-এর তুলনায় ১৫ শতাংশ দ্রুততর গেইম খেলতে পারবেন বলে জানিয়েছে এএমডি।
এএমডি’র পরিসংখ্যান আরো বলছে, এ চিপ ইনটেল-এর ফ্ল্যাগশিপ ‘কোর আই৯-১২৯০০কে’-তে আরো দ্রুত কাজ করবে। যদিও এ বিষয়ে বিস্তারিত বলেনি প্রতিষ্ঠানটি। প্রসেসরটি সর্বনিম্ন ৪৪৯ ডলার থেকে বিক্রি শুরু হবে ২০ এপ্রিল থেকে। –প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা।
‘৫৮০০এক্স৩ডি’ এবং ‘জেন ২’ এবং ‘জেন ৩’ প্রসেসর-এর ঘোষণা বুধবারই দিয়েছে এএমডি। ২০১৭ সালে রাইজেন-এর প্রথম চিপ বাজারে আসার পর থেকে প্রতিষ্ঠানটির ব্যবহৃত ‘এএম৪’ সকেটের জন্যেও শেষ প্রচারণা।
প্রতিযোগিতার বাজারে ইনটেল-এর সঙ্গে লড়াই করে এএমডির অবস্থান পুনরুত্থানের যে চিত্র দেখছে, সেটির পেছনে মূল ভুমিকা রয়েছে ‘জেন আর্কিটেকচার এবং ‘টিএসএমসি ৭ এনএম’-এর নির্মাণ পদ্ধতির।
সত্যিকারের পরবর্তী প্রজন্মের এএমডি’র সিপিইউর জন্য এ বছর শেষে রাইজেন ৭০০০ সিরিজের বাজারে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে আর্স টেকনিকা।
এটি ব্যয়বহুল হওয়ার সম্ভাবনাই বেশি কারণ ‘জেন ৪ আর্কিটেকচার’-এর এটি চালাতে নতুন সকেট ‘এএম৫’ প্রয়োজন এবং সম্ভবত র্যাম ‘ডিডিআর৪’ থেকে ‘ডিডিআর৫’-এ আপগ্রেড করতে হবে।
এএমডি’র নতুন চিপে ‘ডিডিআর৪’ ও ‘ডিডিআর৫’ দুটি র্যামই চালানো যাবে বলে ধারণা রয়েছে, কারণ ইনটেলও তাদের ১২তম প্রজন্মের কোর সিপিইউ-তে এ সুবিধা দিয়ে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সাইটটি।