জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ফোরামের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেসিস ।
বেসিস নির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ এবং বেসিস পরিচালক দিদারুল আলম।
আরো উপস্থিত ছিলেন বেসিসের সাবেক মহাসচিব জনাব ফোরকান বিন কাশেম এবং বেসিসের সাবেক যুগ্ম-মহাসচিব জনাব জাহিদুল হাসান।
পাশাপাশি বিপিও সামিট ২০১৯ এ অংশিজন হিসেবে থাকবে বেসিস।
এ লক্ষ্যে বেসিসের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।
বেসিসের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন বেসিস পরিচালক জনাব দিদারুল আলম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, মহাসচিব তৌহিদ হোসাইনসহ প্রমুখ।