ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইকার ৩৫ মিলিমিটারের একটি পেশাদার লেন্সসহ বাজারে নতুন কনসেপ্ট ফোন এনেছে শাওমি। ১২এস আল্ট্রা কনসেপ্ট নামে এটি বাজারে এনেছে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। খবর সিনেট।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১২এস আল্ট্রা কনসেপ্ট স্মার্টফোনটি লাইকার এম-মাউন্ট অ্যাটাচমেন্ট ব্যবহার করে। অ্যান্ড্রয়েড অথরিটিকেও বিষয়টি নিশ্চিত করেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি। প্রযুক্তিবিদদের ধারণা, ক্যানন ও সিগমার তৈরি এম-মাউন্ট লেন্সও কনসেপ্ট ফোনটির সঙ্গে জুড়ে দেয়া যেতে পারে।
অন্যদিকে স্মার্টফোনটিতে দুটি এক ইঞ্চির ক্যামেরা সেন্সরও রেখেছে শাওমি। এছাড়া আছে ফোকাস পিকিং, জেব্রা লাইনস ও হিস্টোগ্রামের মতো সফটওয়্যার নির্ভর ফিচার। নতুন কনসেপ্ট স্মার্টফোন প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলেও শাওমির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে কোম্পানিটি অ্যান্ড্রয়েড অথরিটিকে জানিয়েছে, পেশাদার ক্যামেরা লেন্স জুড়ে দেয়ার ফিচারটি ১২এস আল্ট্রা স্মার্টফোনের জন্য একটি প্রোটোটাইপ ফিচার।
জুলাইয়ে ১২এস আল্ট্রা বাজারে এলেও বাণিজ্যিক পণ্য হিসেবে এর সঙ্গে পেশাদার ক্যামেরা লেন্স জুড়ে দেয়ার ফিচারটি বাজারজাত করার জন্য শাওমির এখনই কোনো পরিকল্পনা নেই। এক ইঞ্চির ক্যামেরা সেন্সরযুক্ত ১২এস আল্ট্রার নকশা প্রণয়নে শুরু থেকেই লেইকার সঙ্গে একত্রে কাজ করছে শাওমি। এনগ্যাজেটের তথ্যানুযায়ী, কনসেপ্ট হিসেবে শাওমি ১২এস আল্ট্রা স্মার্টফোনের ১০টি ইউনিট উৎপাদন করেছে। যার বাজারমূল্য ৪১ হাজার ডলারের বেশি।