শাওমি গ্রাহকদের জন্য সুখবর। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য নতুন এমআইইউআই ভার্সন ১৪ আনল। নতুন এই ইউজার ইন্টারফেস ব্যব্যহারীদের অনন্য অভিজ্ঞতা দেবে। শাওমির নতুন ফোনে এই ইন্টারফেস ব্যবহৃত হবে।
নতুন এমআইইউআই স্ক্রিন খুব একটা বেশি স্টোরেজ খাবে না। লো সিস্টেম অকুপেন্সির মতো করেই তৈরি করা হয়েছে এই ওএসটিকে। এমআইইউআই ১৩-এর চেয়েও কম জায়গা নেবে নতুন এই স্ক্রিন।
শুধু তাই নয়। এমআইইউআই ১৪-এ প্রি-ইনস্টল বা ইনবিল্ট অ্যাপের সংখ্যাও অনেক কম। মোট আটটি ইনবিল্ট অ্যাপ থাকছে এই নতুন ওএস-এ। পাশাপাশি থার্ড পার্টি অ্যাপ অপটিমাইজেশনের ক্ষেত্রেও আরও বেশি কাজের এই অ্যাপটি। একই সঙ্গে পাওয়ার কনসাম্পশনও কম এমআইইউআই ১৪-এর।
সিস্টেম ফ্লুয়েন্সি ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন এই ভার্সনে। পাশাপাশি ভিজুয়ালেও বেশ কিছু বদল এসেছে। থাকতে চলেছে নতুন উইজেটস, আইকন ডিজাইনেও আসছে বেশ কিছু বদল। তার পাশাপাশি ইউজার পাবেন ফোল্ডার কাস্টমাইজেশনের সুযোগও।
এসবের সঙ্গেই শাওএআই অ্যাসিস্টেন্ট ৬.০ পেতে চলেছেন ইউজারেরা নতুন এই ভার্সনটিতে। তার সঙ্গে প্রাইভেসি ও সিকিওরিটি ফিচারেও রয়েছে নতুন চমক। এখানেই শেষ নয়, আইওএস ১৫ এর মতোই এমআইইউআই ১৪-এ বেশ কিছু হেলথ শেয়ারিং ফিচার আনতে চলেছে শাওমি। শাওমির নতুন ফোন শাওমি ১৩ প্রো-তে থাকতে চলেছে এমআইইউআই ১৪, যা কাজ করবে অ্যানড্রয়েড ১৩-এর উপরে।