দ্রুত সময়ের মধ্যে ক্রোম ব্রাউজারের একাধিক ট্যাব বন্ধে এখন পর্যন্ত কোনো সুবিধা চালু করতে পারেনি গুগল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ সমস্যা সমাধানে শর্টকাট ফিচার আনতে কাজ করছে সফটওয়্যার জায়ান্টটি। খবর টেকটাইমস।
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়েও আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালুর বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ২০২২ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারের খেতাবে পেয়েছে গুগল ক্রোম। অ্যাপলের সাফারি ও মজিলা ফায়ারফক্সকেও ছাড়িয়ে গেছে এটি। বিভিন্ন ফিচার ও সুবিধা থাকায় ব্রাউজারটির ব্যবহারকারী ক্রমাগত বাড়ছে।
গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে একাধিক ট্যাব ব্যবহারের সময় গুগল ক্রোম অত্যধিক র্যাম ও প্রসেসর ব্যবহার করে থাকে, যা অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ট্যাব ব্যবহার করলে অনেক সময় মেমোরি ব্যবহার আরো বেড়ে যায় এবং ডিভাইস স্লো হয়ে যায়। এসব কারণেও ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রোম ব্রাউজারে নতুন শর্টকাট ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে গুগল।ads
নতুন ফিচারের বিষয়ে অ্যান্ড্রয়েড পুলিশ ক’দিন আগে প্রথম জানতে পারে। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, গুগল বর্তমানে ক্রোম ব্রাউজারের জন্য ডাবল ক্লিক শর্টকাট নিয়ে কাজ করছে। সংবাদমাধ্যমটি ক্রোমিয়াম গেরিটে প্রথম ফিচারটি শনাক্ত করে। স্পেশাল ফিচারটি ব্যবহারকারীদের দ্রুত সময়ের মধ্যে একাধিক ট্যাব বন্ধ করার সুবিধা দিয়ে থাকে। এজন্য ব্যবহারকারীদের মাত্র দুটি ক্লিক করতে হবে।
গুগলের পক্ষ থেকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালুর বিষয়ে জানানো হয়নি। তবে বিশ্লেষকদের অভিমত, এটি চালু হলে র্যাম ও সিপিইউর ওপর যে চাপ তৈরি হয় সেটি নিয়ে ব্যবহারকারীদের মাথাব্যথা অনেকটাই কমবে।