সাইবার স্পেসের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে ২০২০ সালে প্রথম দেশ হিসেবে চীনের অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছিল ভারত। এখন, প্রায় তিন বছর পর ভারতের দেখানো পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগের বিষয়ে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এর আগে ২৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে চীনের ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়। হাউসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ক্যাথরিন স্পিন্ডর সব আইনপ্রণেতা এবং কর্মীদের কাছে পাঠানো একটি বার্তায় বলেছেন, বেশ কয়েকটি নিরাপত্তা সমস্যার কারণে অ্যাপটিকে উচ্চঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গে হাউসে পরিচালিত সব ডিভাইস থেকে মুছে ফেলার নির্দেশ দেয়া হচ্ছে।
ভারত-সহ একাধিক দেশের অভিযোগ, টিকটক অ্যাপের মাধ্যমে ইউজারদের সমস্ত তথ্য পাচার করছে চীন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চীনা টেক সংস্থাটি। ২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চীনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এবার আইন করে টিকটক বন্ধের পথে হাঁটছে আমেরিকা।