নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি কানাডায় টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার নতুন দেশ হিসেবে বেলজিয়ামও সরকারি ডিভাইসে শর্টভিডিও প্লাটফর্ম টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।
ফেব্রুয়ারিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী এক ঘোষণায় সাময়িকভাবে সরকারি সব স্মার্টফোনে টিকটক ব্যবহার বন্ধের কথা জানান।
আলেকজান্ডার ডি ক্রুস ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আগামী ছয় মাসের জন্য সরকারি সব ডিভাইসে অ্যাপটির ব্যবহার বন্ধ থাকবে।