উইন্ডোজ কম্পিউটারের জন্য ফোন অ্যাপ চালু করেছে স্যামসাং। এখন থেকে অ্যাপটি ব্যবহার করে উইন্ডোজ কম্পিউটার থেকে সরাসরি গ্যালাক্সি স্মার্টফোনের কলিংসহ বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে।
নতুন এ অ্যাপের মাধ্যমে স্যামসাং নিজস্ব পণ্যেরে জন্য একটি ইকোসিস্টেম তৈরির চেষ্টায় ভালো অগ্রগতি অর্জন করেছে বলে অভিমত বিশ্লেষকদের। অ্যাপটি উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে সম্পূর্ণ ফোন ইন্টিগ্রেশন সুবিধা তৈরি করে।
অ্যাপের মাধ্যমে কল করা, টেক্সট মেসেজ, নোটিফিকেশন চেক করাসহ মোবাইল ডিভাইস থেকে ফাইল স্থানান্তর করা যাবে। এছাড়া সামসাং অ্যাপটি দিয়ে ফোনের গ্যালারি, সামসাং নোট সরাসরি ডেস্কটপ থেকে ব্যবহার করা যাবে।
নতুন এ অ্যাপের মাধ্যমে এখন থেকে স্যামসাং ডিভাইসের সঙ্গে অন্যান্য ডিভাইস যুক্ত করে সহজে একাধিক কাজ করা যাবে। পাশাপাশি মনিটরে যুক্ত করে পিসির ব্যবহারের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি প্রযুক্তি জায়ান্টটির।
আপাতত অ্যাপটি শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে আসা নতুন গ্যালাক্সি বুক ৪ ল্যাপটপগুলোয় এ অ্যাপ কাজ করবে। ভবিষ্যতে অন্যান্য উইন্ডোজ ডিভাইসেও অ্যাপটি ব্যবহারের সুবিধা চালু করা হবে বলে সূত্রে জানা গেছে।
অ্যাপের কলিং ফিচারটি ব্যবহারকারীদের গ্যালাক্সি স্মার্টফোন নম্বর ও মোবাইল প্ল্যান ব্যবহার করে পিসি থেকে কল রিসিভ করার সুবিধা দেবে।